শিশুকে অপহরণ করে হত্যা, গ্রেফতার ১

0

অপমানের প্রতিশোধ নিতে এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া এক যুবক ও তার সহযোগীরা। গাজীপুর থেকে অপহৃত ওই শিশুর লাশ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চৌদ্দরশি (খাস কাউলিয়া) এলাকায় যমুনা নদীর চরের শস্য ক্ষেতের বালুর নিচ থেকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) মাহবুব-উজ-জামান গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের জানান। 

গ্রেফতারকৃতের নাম সোহাগ হোসেন (২৫)। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেপাড়িয়া গ্রামের মাখনের ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারি কমিশনার মো: মাকসুদুর রহমান জানান, মাদ্রাসা বন্ধ থাকায় গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া পাছর এলাকার সোবহান সরকারের শিশু সন্তান তামজীদ বাড়িতে বেড়াতে আসে। গত শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে বাড়ির সামনে থেকে তামজীদকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায় বাড়ির ভাড়াটিয়া সোহাগ। শিশু তামজীদ বাড়ি ফিরে না আসায় তার স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখুজি করেও সন্ধান পায় নি। এ ব্যাপারে পরদিন শনিবার দুপুরে গাছা থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। এর প্রেক্ষিতে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে সোহাগকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেপাড়িয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চৌদ্দরশি (খাস কাউলিয়া) এলাকায় যমুনা নদীর চরের শস্য ক্ষেতের বালুর নিচ থেকে ভিকটিম তামজিদের লাশ উদ্ধার করে। 

পুলিশ এ ঘটনায় সোহাগকে তার টাঙ্গাইলের এক খালার বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু তামজীদকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বাবা-মা ও স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here