কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করলেন বুশরা বিবি

0

কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার স্ত্রী বুশরা বিবি। দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলা কারাগারে রয়েছেন।

গত ৫ আগস্ট কারাগারে যান ইমরান। তোশাখানা দুর্নীতি মামলায় ওই দিনই তার তিন বছরের সাজা হয়।

আইনজীবী মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় জানান, স্বামীর সঙ্গে একা দেখা করার সুযোগ পান বুশরা বিবি। তারা সবমিলিয়ে দেড় ঘণ্টার মতো কথা বলেন।

ওই ভিডিওতে তিনি আরও বলেন, “বুশরা বিবি জানিয়েছেন-কারাগারে খান সাহেব ভালো আছেন। কিন্তু তাকে সি ক্যাটাগরির সেলে রাখা হয়েছে। উচ্চ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। আমরা বিষয়টি শুক্রবার উচ্চ আদালতে নিয়ে যাব।”

৪৮ বছর বয়সী বুশরার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা আছে। তিনি ইমরান খানের তৃতীয় স্ত্রী।

ইমরানের আইনজীবী নাঈম হায়দার জানিয়েছেন, ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে তার স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি দেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল, আরাই নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here