বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে লং আইল্যান্ড সিটির বেথপেজ স্টেট পার্কের ঈগল প্যাভেলিয়নের সবুজ চত্বরে ৬ আগস্ট উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২৮তম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে বনভোজনটি পারষ্পরিক সম্প্রীতির এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। পার্কের ঘন সবুজের মায়াঘেরা পরিবেশে শিশু-কিশোর ও বড়দের খেলাধূলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতীত স্মৃতি রোমন্থন, কুশল বিনিময়, অনুভূতি প্রকাশে উচ্ছাসমুখর একটি অনবদ্য দিন রচিত হয়।
সন্ধ্যা পর্যন্ত আনন্দঘন পরিবেশে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বনভোজনে অ্যালামনাই পরিবার ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন। এতে সঙ্গীত পরিবেশন করেন পল্লীগীতি সম্রাট মাটি- মানুষের শিল্পী আব্দুল আলীমের কন্যা জোহরা আলীম নুপুর, তাজুল ইমাম, মৃদুল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অনুপ দাশ, রুদ্রনীল দাশ রুপাই। বনভোজনে গিফট ও র্যাফেল ড্র স্পন্সর ও বিশেষ সহযোগিতার জন্য ডাঃ সায়েরা হক, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মোহাম্মদ হুমায়ুন কবির, তাহমিনা ফারুক, জি এম ফারুক, ইকবাল হোসেন, নাসিমা আক্তার, তারেক আবদুল্লাহ, মাকসুদা খানম, জেরীনা মাওলা রুমানা, দ্বীপ বাংলা গ্রেসহ সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।