১০ ব্যাংক মিলে হবে ডিজিটাল ব্যাংক

0

লেনদেন আরও সহজ করতে বেসরকারি খাতের ১০টি ব্যাংক মিলে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতের এই ১০টি ব্যাংকের উদ্যোগে প্রস্তাবিত এ ব্যাংকের নাম হবে ডিজি টেন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানগুলো বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করেছে। আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে বিষয়টি ইতোমধ্যে জানিয়েছে সিটি ব্যাংক। 

জানা গেছে, এই উদ্যোগে শামিল সব ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এমটিবি। আমরা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে বিনিয়োগকারীদের জানিয়ে দেব। ডিএসইতে জানানো তথ্যে দ্য সিটি ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত ডিজি টেন ব্যাংক পিএলসিতে ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিচালনা পর্ষদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here