বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর সোনারপাড়া গ্রামে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর সোনারপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেনের মধ্যে দীর্ঘদিন জমি-জমা সংক্রান্তে বিরোধ চলে আসছে। গত শনিবার বিকাল ৫টার দিকে আমজাদ হোসেনের স্ত্রী আশরাফুন (৪৮) বাড়ির পার্শ্বে গাছে পানি দিতে থাকলে দেবরের বাড়ির ভিতরে কিছু পানি প্রবেশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেবর আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবির মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেন। ওই গৃহবধূ রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার ঘটনায় তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ওসি মন্জুরুল আলম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।