কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফ থানাধীন কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কেরুনতলী ঘাটের দিকে ১জন ব্যক্তিকে আসতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে রবিউল আলম (২৩) নামক ব্যক্তিকে প্লাস্টিক ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা। পরবর্তীতে ব্যক্তির হাতে থাকা প্লাস্টিক ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক পাচারের সাথে জড়িত রয়েছে।