বাগেরহাটে আটকে রেখে দুই সপ্তাহ ধরে বিয়ের প্রলোভনে এক যুবতীকে (২১) ধর্ষণের ঘটনায় শেখ সোহেল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের হাড়িখালী এলাকার একটি ভাড়া বাসা থেকে ধর্ষককে গ্রেফতার ও ধর্ষিতা ওই যুবতীকে উদ্ধার করেছে। ধর্ষক শেখ সোহেল বাগেরহাট সদরের গোটপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের শেখ নওশের আলী ছুটের ছেলে।বৃহস্পতিবার সকালে ধর্ষিতা ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহসীন আলী জানান, বাগেরহাট বাগেরহাট সদরের গোটপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের এক যুবতীকে একই গ্রামের শেখ সোহেল নামে এক যুবক বিয়ের প্রলোভনে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় বাচ্চু হোসেনের বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দুসপ্তাহ আটকে রেখে ধর্ষন করছে এমন খবর আসে পুলিশের কাছে। বুধবার রাতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে শেখ সোহেলকে গ্রেফতার ও এক যুবতীকে উদ্ধার করা হয়। এসময়ে ওই যুবতী পুলিশকে জানায় শেখ সোহেল তাকে বিয়ের প্রলোভন দিয়ে এনে আটকে রেখে দুসপ্তাহ ধরে ধর্ষন করেছে। শেখ সোহেলও বিয়ের প্রলোভন দিয়ে ওই যুবতীকে ধষর্ণের কথা স্বীকার করেছে। রাতেই ওই যুবতীর ভ্যান চালক বাবা জেলাল শেখ বাদী হয়ে তার মেয়ে আটকে রেখে ধর্ষনের অভিযোগ শেখ সোহেলের নামে মামলা দায়ের করেন।