গুঞ্জন ছিল সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে আবার দেখা হতে পারে বলেও জোর আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার নতুন ঠিকানা সংযুক্ত আরব আমিরাত। রাস আল খাইমাহ শহরের দল এমিরেটস ক্লাবে যোগ দিলেন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গত মঙ্গলবার ইনিয়েস্তাকে স্বাগত জানায় ক্লাবটি। ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চু্ক্তির বিস্তারিত জানানো হয় বুধবার (০৯ আগস্ট) সংবাদ সম্মেলনে। ইউএই প্রো লিগে গত মৌসুমে রানার্স আপ হয়েছিল এই এমিরেটস ক্লাব।
সেই সাফল্যের ধারাবাহিকতা পরে আর থাকেনি। এমনকি এই ক্লাবে শেষটাও নিজের মনমতো করতে পারেননি তিনি। কোচের ভরসা আর পাচ্ছেন না বলে মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন। গত মাসের শুরুতে শেষ ম্যাচটি খেলে বিদায় নেন কান্নাভেজা চোখে।
বার্সেলোনার হয়ে সমৃদ্ধ ক্যারিয়ারে ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩০টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের পাশাপাশি জিতেছেন ২০১০ বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করাসহ ক্লাব ও দেশের হয়ে সব সাফল্যেই তার ছিল উল্লেখযোগ্য অবদান।