বলিউডের জনপ্রিয় নির্মাতা-প্রযোজক করণ জোহর। স্বজন-পোষণের অভিযোগে বহুবার সমালোচিত হয়েছেন তিনি। তবে বলিউড অভিনেতা সুশান্ত রাজপুতের মৃত্যুর পর দারুণভাবে সমালোচনার মুখে পড়েন করন জোহর। এসব বিষয় নিয়ে করন জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে মন্তব্য করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
এমন মন্তব্যে তার পরিবার কতটা প্রভাবিত হয়েছে সেটা নিয়ে এবার মুখ খুললেন করণ জোহর। সিনেমা সমালোচক সুচারিতার সঙ্গে সাক্ষাৎকারে করণ জানান, গত তিন বছরে আমি যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি সেটা আমার মাকে খুব বেশি প্রভাবিত করেছে। আমি ওনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকে নিয়ে সমালোচনা দেখে উনি একদম চুপ হয়ে গেছেন।
এর আগে কফি উইথ করণের মঞ্চে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। পরবর্তীতে একাধিক পোস্ট ও সাক্ষাৎকারে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে বিদ্রূপ করেছেন বলিউড কুইন। বিতর্কের মাঝেও বক্স অফিসে করণের ছবি ভাল ব্যবসা করেছে। আলিয়া-রণবীর অভিনীত এই ছবি মাত্র ১০ দিনেই পার করেছে ১০০ কোটির গণ্ডি। আলিয়া, রণবীর ছাড়াও ছবিতে দেখা মিলেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো তারকাদের।