শেরপুরে নারী সমাবেশ ও র‌্যালি

0

পিতামাতা ও স্বামীর সম্পদের সমান অধিকার নিশ্চিত করার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধানের দাবিতে শেরপুরে নারী সমাবেশ হয়েছে। ওই নারী সমাবেশ থেকে একইসাথে নারী ও কন্যা শিশু ধর্ষণ, হত্যা-নির্যাতন, সাইবার বুলিংসহ সকল প্রকার সহিংসতা বন্ধেরও দাবি জানানো হয়েছে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ নারী সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

নারী উদ্যোক্তা আইরীন পারভীন, শিক্ষিকা আঞ্জুমান আরা যুথী, পুরোহিত কমল চক্রবর্তী, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আলম লিপি, কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুম ইবনে শফিক, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আসম কাকন, ব্যবসায়ী হারান চন্দ্র সাহা প্রমুখ।

এ নারী সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), এডাব, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ যাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠি শেরপুর জেলা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here