শেরপুরের নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জাফর ইকবাল (৩২) নামে একজন নিহত হয়েছে। পৌরশহরের বিদ্যুত অফিস সংলগ্ন মোড়ে দুইলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল পৌরশহরের উত্তর গড়কান্দা মহল্লার মো. নুর মোহাম্মদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, মো. জাফর ইকবাল শেরপুর যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (০৮ আগস্ট) বিকাল চারটার দিকে মোটরসাইকেল নিয়ে গড়কান্দা থেকে গাজীর খামার টেম্পু ষ্ট্যান্ড হয়ে বিদ্যুত অফিসের সামনে নকলা-নালিতাবাড়ী দুই লেন সড়ক অতিক্রম করছিলেন। এসময় নাকুগাঁও স্থলবন্দর দিক থেকে একটি কাভার্ডভ্যান নকলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই মোড়ে জাফরের মোটরসাইকেলটি ও পিকআপ ভ্যানটি মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলসহ জাফর কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায়। জাফরকে চাপা দিয়ে গাড়ি নিয়ে চালক দ্রুত নকলার উদ্দেশ্যে চলে যায়। এলাকাবাসী জাফরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাফরের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নালিতাবাড়ী থানার সাবইন্সপেক্টর (এসআই)মো.মোস্তফা বলেন,আমরা দুর্ঘটনা জানার পর নকলা থেকে গাড়িটি আটক করা হয়েছে। আর নিহতের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।