চিকিৎসক ‘মৃত’ ঘোষণার পর বাড়ি ফিরে যাওয়ার পথে নবজাতক নড়ে উঠে। এরপর ফের হাসপাতালে এনে শিশুটিকে ভর্তি করেন স্বজনরা। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ওই শিশুটিকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেয়া হয়। বতর্মানেশিশুটি নবজাতক ওয়ার্ডে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন আছে।
নবজাতকের বাবা সাইফুল ইসলাম জানান, মৃত্যুর সনদ নিয়ে শিশুসহ আমরা হাসপাতাল ত্যাগ করি। এরপর কিছুদূর যেতেই আমার বাচ্চাটি নড়ে উঠে এবং বড় বড় নিশ্বাস নেয়। পরে আবারও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে এনআইসিইউতে পাঠানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, নবজাতককে গুরুত্ব সহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।