বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার আহবান জানিয়েছেন নেতারা। মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে নগরীর সোনালী আইসক্রিম মোড় এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।