লালমনিরহাট জেলা কারাগারে শাহ নাজমু্ল হোসেন (৩৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট জেলা কারাগারে অসুস্থ ওই কয়েদি মারা যান।
ওই কয়েদি হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে। শাহ নাজমু্ল হোসেন উপজেলা টংভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন বলেন, সে একটি এনজিওর মামলায় কারাগারে ছিল। সন্ধ্যায় শুনলাম তার নাকি মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে এটা জানা নেই।
লালমনিরহাট জেল সুপার মুহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।