রাশিয়ার ওয়াগনার বাহিনী আফ্রিকার দেশ নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
বিবিসিকে ব্লিনকেনকে বলেছেন, ‘নাইজারে যা ঘটেছে বা চলছে সেখানে রাশিয়া বা ওয়ানগানের হাত আছে আমি এমনটা মনে করি না। কিন্তু… তারা এই ঘটনার ফায়দা ঘরে তোলার চেষ্টা করছে।’
ব্লিনকেন বলেছেন, ‘সেসব এলাকায় ওয়াগনার বাহিনী গেছে, সেখানে তারা হত্যা, ধ্বংস ও শোষণ চালিয়েছে।’ ব্লিনকেনে মতে, ওয়াগনার অস্থিরতা কমায় না বরং অস্থিরতা আরো বাড়িয়ে তোলে।