শেরপুরের নালিতাবাড়ীর বাইবাস মোড়ে পিকআপ ভ্যান ও মোটর সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে জাফর ইকবাল (২৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। মঙ্গলবার বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানটি পুলিশ উপজেলা নকলা থেকে আটক করেছে। তবে ভ্যান চালক পালিয়েছে। জাফর নালিতাবাড়ী পৌর এলাকার গড় কান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিপরীত দিকে থেকে আসা পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জাফরের মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।