কপিল শর্মার শোতে আমন্ত্রণ, যা বলেছিলেন মোদি

0

সামনেই মুক্তি পেতে চলেছে ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন সিনেমা ‘জিগাতো’।  বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

সিনেমার প্রচারে নেমেই এক সাক্ষাৎকারে কপিল দিয়েছেন বিস্ময়কর তথ্য। জানিয়েছেন তিনি একবার তার কমেডি শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর সেই আমন্ত্রণের জবাবে মোদিও করেছিলেন ব্যাপক রসিকতা।

নন্দিতা দাস পরিচালিত সিনেমা ‘জিগাতো’তে সাহানা গোস্বামীর বিপরীতে দেখা যাবে কপিলকে। ছবিটি ইতোমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ভারতে মুক্তি পাবে আগামী ১৭ মার্চ।

এর আগে অবশ্য কপিল শর্মা এক বার নরেন্দ্র মোদিকে টুইটে মদ্যপ অবস্থায় নানা কটু কথা শুনিয়েছিলেন। মোদিকে ট্যাগ করে কপিল লিখেছিলেন, ‘আমি গত ৫ বছর ধরে ১৫ কোটি টাকা আয়কর দিচ্ছি। শুধু কি তাই? তার পরেও আমার অফিস তৈরি করতে আমাকে নাকি মুম্বাই পৌরসভাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হবে। এই আপনার ভাল দিনের নমুনা?’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here