আসছে রজনীকান্তের সিনেমা: চেন্নাই-বেঙ্গালুরুতে ছুটি, মিলছে ফ্রি টিকেটও!

0

প্রায় দুই বছর পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সিনেমা মুক্তি পাচ্ছে। দশ আগস্ট মুক্তি পেতে যাওয়া সিনেমা ‌‘জেইলার’ দেখতে চেন্নাই ও ব্যাঙ্গালুরুর অফিসগুলো ১০ আগস্ট ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কোনো কোনো অফিসের পক্ষ থেকেই কর্মীদের দেওয়া হয়েছে ফ্রি টিকেটও।

২০০ কোটি রুপির বাজেটে ‘জেইলার’ সিনেমা নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু। এছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।

বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পাবে জেইলার। দুই বছর পর সিনেমায় ফিরছেন রজনীকান্ত এমন খবরে দক্ষিণ ভারতে খুশির আমেজও বিরাজ করছে। রজনী ভক্তরা প্রিয় তারকার ফেরা রাঙাতে করছেন নানা আয়োজন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here