বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে

0

ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দেওয়া হয়েছে। মিরপুরে বিসিবি কার্যালয়ের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে আজ মঙ্গলবার অধিনায়ক নির্বাচনের একক এজেন্ডা নিয়ে জরুরি সভায় বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদ। তবে সেই সভা থেকে কাউকে অধিনায়ক ঘোষণা করা হয়নি। সভা শেষে জালাল ইউনুস জানিয়েছেন, তারা বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। তিনিই সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরই শুরু হয় গুঞ্জন। কে হবেন ওয়ানডে অধিনায়ক সে নিয়ে চলে নানা জল্পনাকল্পনা। জানা যায় বিসিবির সংক্ষিপ্ত তালিকায় আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডে কাপ্তানির ভার সামলাচ্ছেন। এছাড়াও আছেন ব্যাটার ও উইকেট কিপার লিটন কুমার দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here