বরিশালে চলন্ত মাহেন্দ্র আলফার উপর বিশাল গাছ পরে এক যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বেলতলা ট্রলারঘাট-চরমোনাই সড়কের পশুরীকাঠী খান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন চরমোনাই জামিয়া রাশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষক ছিলেন। আহতরা হল দুর্ঘটনা কবলিত মাহেন্দ্র আলফা চালক মো. মাহবুব, যাত্রী মো. সায়েম ও মো. তামিমসহ ৪ জন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।
কোতয়ালী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় শিক্ষক মনির হোসেন নিহতের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বা তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ওই রাতেই তার মরদেহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়কের পাশের ঝূঁকিপূর্ণ গাছ কেটে ফেলতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন ওসি।