আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

0

কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হয়েছেন। গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে পদটি ফাঁকা থেকে যায়। বিশ্বকাপের দুই মাস আগে শূন্যস্থান পূরণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ইনজামাম। এখন তিনি পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে।

এশিয়া কাপের শেষদিকে পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেবেন মিকি আর্থার। এরপর আসন্ন বিশ্বকাপ ও বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন প্রোটিয়া কোচ। তবে ইনজামামের সঙ্গে এর আগেও কাজ করেছেন আর্থার। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here