ভারতের অডিও ওয়ার্যাবল ব্র্যান্ড বোট’র চমৎকার ফিচার সংবলিত এয়ারডপস ১৩১ মডেলের ইয়ারবাডস দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ। এয়ারবাডসটির ৬৫০ মিলি অ্যাম্পিয়ারের চার্জিং কেস একবার ফুল চার্জে ব্যবহারকারীদের ৬০ ঘণ্টা পর্যন্ত নন-স্টপ মিউজিক উপভোগ করার সুবিধা নিশ্চিত করবে।
পাশাপাশি, এয়ারবাডসটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন, যার মাধ্যমে ব্যবহারকারীরা দুর্দান্ত সাউন্ড/মিউজিক এক্সপেরিয়েন্স করতে পারবে। এছাড়াও আরও চারটি মডেলের ইয়ারবাডস লঞ্চ করেছে বোট।