রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে আমেরিকার কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সোমবার জরুরিভাবে আমেরিকার প্রতি এই আহ্বান জানান।
পরে তিনি টুইটারে দেওয়া এক পোস্টে এই ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি জানান। এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
গত বছর আমেরিকা ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার চেয়ে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় চার গুণ বেশি। ইউক্রেন বলছে, যুদ্ধের ময়দান থেকে বহু দূরত্বে অবস্থান করে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের সাহায্যে তাদের সেনারা রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর বিপরীতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো জোটবদ্ধভাবে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। আর এ কাজের নেতৃত্বে রয়েছে আমেরিকা। সূত্র: রয়টার্স