পাবনায় দুই ইয়াবা ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

0

মাদক মামলায় পাবনায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ আদেশ দেন পাবনা বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক। এছাড়া উভয়কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ডও দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- পাবনা গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার ইয়াকুব আলীর ছেলে মো: সাদ্দাম হোসেন (২৬) ও একই এলাকার আ: আলিমের ছেলে মো: শরিফুল (২০)।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে আদালতের পিপি দেওয়ান মজনুন হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের জানুয়ারির শেষের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার সাদ্দাম হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় আসামি সাদ্দামের নিকট থেকে ৬শ ও শরিফুলের থেকে ৪শ সহ মোট ১ হাজার পিস ইয়াবা ও মাদক সেবন সংক্রান্ত সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। এরপর পাবনা সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here