কিশোরগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে কিশোরগঞ্জ ও ভৈরবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়ের গেট থেকে পলাশ রায় (৩৫) (পরিবর্তিত নাম ইব্রাহিম খলিল) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ (গোপীনাথ আশ্রম সংলগ্ন) এলাকার মৃত গোলাপ রায়ের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।