যুদ্ধাজাহাজ নিয়ে লোহিত সাগরের এসেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার নৌ সেনা। তেহরান পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের উপস্থিত বাড়ানোর ঘোষণা দেয়।
এর অংশ হিসেবে মার্কিন সেনারা লোহিত সাগরে এসেছে।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান বলেছে তারা এই অঞ্চলে স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি কখনো নিরাপত্তা সৃষ্টি করেনি। এখানে তাদের হস্তক্ষেপ সবসময় অস্থিতিশীলতা ও অনিরাপত্তা বৃদ্ধি করেছে।’