‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের ‘রাজকুমার’ ছবির মার্কিন নায়িকা

0

যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে গত ৭ জুলাই থেকে চলছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। ইতোমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের ‘রাজকুমার’ সিনেমার মার্কিন নায়িকা কোর্টনি কফি। 

সিনেমাটি দেখে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বলেছেন, ‘খুব ভালো লেগেছে।’ বিষয়টি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো- ‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা(প্রিয়তমা ছবির পোস্টারের পাশে দাঁড়ানো একটি ছবি) দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।’

‘রাজকুমার’নির্মাণ করবেন হিমেল আশরাফ।  গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে ছবিটির নায়িকা হিসেবে কোর্টনি কফির নাম ঘোষণা করা হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এটির  সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দু’জন প্রবাসী বাংলাদেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here