দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

0

দক্ষিণ আফ্রিকায় সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় গুলি করে হত্যা করেছে সেখানকার সন্ত্রাসীরা। মৃত্যুর ঘটনা শোনার পরে এদিকে পরিবারের চলছো শোকের মাতম। 

সোমবার (৭ আগস্ট) দুপুরে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন তার ছেলে শিহাব আহমেদ। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

নিহতের ভাই দেলোয়ার বলেন, এভাবে আমাদের ভাই চলে যাবে কখনই বুঝতে পারি নাই। ভাই হারানোর বিষয়টা অনেক কষ্টকর। 

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, এ বিষয়ে এখনো শুনিনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here