আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

0

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস আঙ্কারা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রদূত এম আমানুল হকের বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং জন্মদিন উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেক কাঁটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাষ্ট্রদূত শেখ কামালের স্মরণে ছোট্ট শিশুদের মধ্যে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদেরকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে ভূষিত করেন। 

এরপর দূতাবাসের বিজয় একাত্তর মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে  রাষ্ট্রপতির বাণী পাঠ করেন রাষ্ট্রদূত এম আমানুল হক এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা মো. রাশেদ ইকবাল। এসময় শেখ কামালের কর্মময় জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিডিপ্রতিদিনকবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here