শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে যাওয়া ইলিয়াস (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে ময়মনসিংহের বোরারচর এলাকার নদীর ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ইলিয়াস উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে ইলিয়াস ও রামিন দুই বন্ধু নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওপাড়ে চরঅষ্টধর ইউনিয়নের টাঙ্গাইল্যাপাড়া গুচ্ছগ্রামে যায় ইয়াবা সেবন করতে। সেখানে গভীর রাত পর্যন্ত দুজনে ইয়াবা সেবন করে। পরে নৌকা না পেয়ে এপাড়ে আসতে ইলিয়াস ও রামিন ব্রহ্মপুত্র নদে সাঁতার দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুকুল বলেন, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।