ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, তাই দক্ষিণ কোরিয়ায় চলমান আন্তর্জাতিক স্কাউট জাম্বুরি ক্যাম্প ছাড়ছেন বিভিন্ন দেশের স্কাউট সদস্যরা। তাদেরকে ক্যাম্পসাইট থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার স্কাউট সদস্য অংশ নিয়ছেন।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪০ হাজারের বেশি স্কাউট সদস্য এই আন্তর্জাতিক জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। দাবদাহের কারণে শত শত স্কাউট সদস্য অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
এখন ঘূর্ণিঝড়ের কারণে ৩৬ হাজারের মতো স্কাউট সদস্যকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হবে এই উদ্ধার কার্যক্রম।
সূত্র: বিবিস