আশুগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

0

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঙ্গা-সন্ত্রাস এবং মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ স্কাউট আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়। 

এসময় শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পরে সেখানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ও উপজেলা স্কাউটের সভাপতি শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার কাজী তাহমিনা সারমিন, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, চরচারতলা মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীন সিকদার, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here