সাভারে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

0

সাভারে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। মামলা থেকে ওই ব্যক্তিকে পুলিশের এসআই পরিচয় দিয়ে হারুনুর রশিদ নামে এক যুবক তাকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আবারও পঞ্চাশ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় অভিযুক্ত হারুনুর রশিদকে আসামি করে সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করেন। পুলিশ সকালে ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সাভারে চামড়া শিল্প ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা বলেন, অভিযুক্ত  ভুয়া পুলিশ হারুনুর রশিদ বিভিন্ন এলাকায় চাঁদাবাজির করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে ।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here