নাটোরের বাগাতিপাড়া থেকে দুইটি তক্ষকসহ আনোয়ার হোসেন (২৯) ও বিপ্লব সরদার নামে (১৯) দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় ১টি ওয়াকিটকিসহ সেনাসদস্যের আইড কার্ড, সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রের সিল এবং ১ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।
আটক ধুসর রংয়ের তক্ষক দুটির একটি ১২ ইঞ্চি এবং অপরটি ১৩ ইঞ্চি। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকায় চেকপোস্ট কার্যক্রমের সময় তাদের আটক করা হয়। আটক আনোয়ার হোসেনের কাছে একটি বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড (আইডি নং-১৩৭৫২৭, সেনা নং-১৪৫১৩৯৭) পাওয়া যায়। সে উপজেলার বিলপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে এবং তার সহযোগী বিপ্লব সরদার নন্দিকুজা গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আটক চাকরিচ্যুত সেনা সদস্য আনোয়ার হোসেন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের জনৈক আব্দুল কাদের জাহাঙ্গীরের বাড়ির তৃতীয় তলা ভাড়া নিয়ে বসবাস করছিল।
ওসি আরো জানান, এঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হবে।