রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রিমিয়ার করা হবে ‘বঙ্গমাতা’ সিনেমা। শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মাতা গৌতম কৈরী নির্মাণ করছেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টায় প্রিমিয়ার করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছে অভিনেত্রী জ্যেতিকা জ্যেতি। সিনেমাটি ‘বঙ্গমাতা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
‘বঙ্গমাতা’ সিনেমা শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী অধ্যয়ন দৃশ্য। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, লাবণ্য চৌধুরী, শোভন দাশ, খোরশেদ বাহার, মেঘলা সুহাসিনি টুপুর, অদিতি, খলিলুর রহমান কাবেরী, মাহবুবুর রহমান।