বিশ্বকাপের দল ঘোষণার সময় বেঁধে দিল আইসিসি

0

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রীর জন্য ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচের সূচি পরিবর্তন হতে যাচ্ছে। একদিন এগিয়ে আসতে পারে ম্যাচটি। আবার কালীপূজার জন্য ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের কলকাতার ম্যাচের সূচি নিয়েও উঠেছে আপত্তি। 

এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোর। এর আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময় ২২ আগস্ট নির্ধারিত থাকলেও, সেটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

আইসিসি বিষয়টি নিয়ে বলেছে, সাপোর্ট পিরিয়াড শুরু হওয়ার ৩০ দিন আগে প্রাথমিক দল ঘোষণার নিয়ম। সাপোর্ট পিরিয়ড টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে কার্যকর হয়। সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার আগে কোন অনুমতি ছাড়াই বোর্ডগুলো প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে। এর পরে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার। 

ভারতে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ওই হিসেবে টেকনিক্যাল পিরিয়ড শুরু হবে ৩০ সেপ্টেম্বর। এর মধ্যে বোর্ডগুলো প্রাথমিক দলে যেকোন সময় পরিবর্তন আনতে পারবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরে দলে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।

এবারের আসরে ওয়ানডে সুপার লিগের র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে পা রাখে। বাছাইপর্ব খেলে সেই তালিকায় নাম তোলে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অথচ শুরুর দুই আসরে চ্যাম্পিয়ন ছিল ক্যারিবীয় দলটি। এছাড়া দারুণ ফর্মে থাকা জিম্বাবুয়েও বিশ্বকাপ শুরুর আগেই বাছাই থেকে ছিটকে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here