হঠাৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গেলেন ‘ঢালিউড কুইন’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। গতকাল শনিবার রাত সাড়ে ৮টা’র দিকে তিনি সেই থানায় যান। সেখানে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে রাত ৯টার দিকে বেরিয়ে যান অপু। তার হঠাৎ এভাবে থানায় যাওয়া নিয়ে তৈরি হয় জল্পনা। ডালপালা মেলে নানা গুঞ্জনের।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা দেখেছি এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো পাইরেসির কবলে পড়েছে। বিষয়টি মাথায় রেখে পুলিশি সহায়তাসহ প্রয়োজনীয় পরামর্শ নিতেই থানায় যাই। কারণ চলতি সপ্তাহে নারায়ণগঞ্জের ‘গুলশান’ সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া আমার অভিনীত ও প্রথম প্রযোজিত ছবি ‘লালশাড়ি’ প্রদর্শিত হচ্ছে। ছবিটি যাতে পাইরেসির কবলে না পড়ে সেজন্য পুলিশের কাছে যাওয়া।’