বগুড়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

0

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে ঘুমন্ত গৃহবধূ নাসিমা খাতুন (৪০) আগুনে পুড়ে মারা গেছেন। নাসিমা ওই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নাসিমা খাতুনের স্বামী প্রবাসী এবং তার ছেলে পড়াশোনার জন্য বগুড়া শহরে থাকে। এ কারণে তিনি বাড়িতে একাই থাকতেন। রবিবার ভোরে নাসিমা খাতুনের বাড়িতে আগুনের সৃষ্টি হয়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনি ঘুমে থাকায় ঘরে আটকা পড়েন। বের হতে না পারায় তিনি আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

বগুড়া শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মমিনুল ইসলাম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। আগুনে পোড়া বাড়ির গৃহকত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here