পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৮০ জন। আজ রবিবার হাজরা এক্সপ্রেস নামে ওই ট্রেন নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছাকাছি গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। খবর জিও টিভির।
দেশটির কেন্দ্রীয় রেল ও অ্যাভিয়েশন মন্ত্রী সাদ রফিক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। ট্রেনটি খুব বেশি গতিতে চলছিল না। কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। সুক্কুর ও নবাবশাহের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।