সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন বিরাট কোহলি। এরপর দীর্ঘ ৩ বছর ৩ মাসে অর্থাৎ ১২০৪ দিন আর কোনো সেঞ্চুরির দেখা পাননি। অবশেষে টেস্ট সেঞ্চুরির লম্বা খরাটি কাটালেন তিনি। রবিবার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
গতকাল ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। আজ ২৪১ বলে ৫টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন। তার বাউন্ডারির সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে ধৈর্য্যের মূর্ত প্রতীক হয়ে সেঞ্চুরিটি তুলে নিয়েছেন তিনি।
অবশ্য এই সময়ের মধ্যে গেল বছর এশিয়া কাপে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এরপর ওয়ানডেতে করেন আরও তিনটি সেঞ্চুরি। কিন্তু টেস্টে সেঞ্চুরি আসছিল না। অবশেষে অপেক্ষার পালা ফুরালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।