টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলোর ব্যবহারকারী বাড়ছে। এদিকে হোয়াটসঅ্যাপকে বিদায় জানানোর ফলে সেখানকার সব চ্যাটও হারিয়ে যাওয়ার কথা। এ নিয়ে অনেকের চিন্তারও শেষ নেই। তবে এই প্ল্যাটফরমের সব চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে।
ফলে হোয়াটসঅ্যাপ আন-ইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে সব চ্যাট টেলিগ্রামে পাঠাবেন। তবে হোয়াটসঅ্যাপ থেকে শুধু টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সনেই চ্যাট ট্রান্সফার করা যাবে-
৩. সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে।
৪. সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। এরপর যেসব চ্যাট টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেখানে পৌঁছে যাবে
আইওএস ক্ষেত্রে-
১. একইভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন।
২. এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন।
৩. সেখানেই পেয়ে যাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। টেলিগ্রাম অপশন বেছে নিলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পৌঁছে যাবে সেখানে।