অটোরিকশার সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত, আহত ৪

0

চাঁপাইনবাবগঞ্জের আতাহার বুলনপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় সাদিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন, এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায়। নিহত সাদিকুল ইসলাম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লার মৃত তাইনুস আলীর ছেলে। 

খবর পেলে সদর মডেল থানা ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here