ব্লাড ব্যাংকে রাশিয়ার হামলা, বহু হতাহত: দাবি জেলেনস্কির

0

উত্তর-পূর্ব ইউক্রেনের একটি ব্লাড ব্যাংক রাশিয়া বিমান হামলা করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ হামলায় অনেকে হতাহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বোমারু বিমান উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্ত ​​সঞ্চালন কেন্দ্রে হামলা করেছে। এতে মানুষ নিহত ও আহত হয়েছেন।

যদিও রাশিয়া হামলাগুলোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি হামলাকারীদের ‘পশু’ হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, তারা (রাশিয়া) সবকিছু ধ্বংস করতে চাইছে।

তিনি বলেন, এই হামলা (ব্লাড ব্যাংকে হামলা) একাই রাশিয়ান আগ্রাসন সম্পর্কে সবকিছু বলে।

তবে হামলায় কতজন নিহত ও আহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here