নোয়াখালী জেলা শহর মাইজদী পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ তাকদির হোসেন মোঃ সাদরিল ওয়ালা এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিএস কাশেম, মাইজদী টাউন হলের সেক্রেটারী নাজমুস সাকিব পারভেজ ও নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, অধ্যাপক সালাহ উদ্দিন, অধ্যাপক তাসলিমা খানমসহ কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখ। বিকেলে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল।