বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত

0

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, শনিবার টানা ৩১ সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

তেল আবিবে শনিবার বিকালে ফিলিস্তিনি এক যুবকের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ কারণে বিক্ষোভের আগে পুলিশ ও বিক্ষোভকারীরা সতর্ক ছিল। পুলিশ কমিশনার কবি শাবতাঈ তেল আবিবে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দেন। 

নেতানিয়াহুর ‘যুক্তিসঙ্গততা স্ট্যান্ডার্ড আইন’ বিলুপ্তের বিরুদ্ধে আগামী মাসে হাইকোর্টে শুনানি হবে। নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদ তাদের বিরুদ্ধে রায় গেলে মান্য করবে না বলে ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারী নেতারা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 

বিক্ষোভকারী নেতা সিকমা ব্রেসলে বলেন, প্রধানমন্ত্রী আইন মানেন না। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। নেতানিয়াহু শক্তিশালী জাতির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here