আশুলিয়ায় দুই মাদক কারবারি আটক

0

আশুলিয়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। আটক মাদক কারবারিরা হলেন- মো. আক্তার হোসেন (২২) ও মো. এনামুল মিয়া (২৩)। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করা হয়।  

শনিবার বিকেলে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here