সিরাজগঞ্জে যমুনায় সাঁতার প্রতিযোগিতা

0

সিরাজগঞ্জের যমুনা নদীতে ৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৭ জন সাঁতারু অংশগ্রহন করেন। 

শনিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ক্রসবার-১ থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে চৌহালী উপজেলার জোতপাড়া ঘাটে সাঁতার শেষ হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান। এছাড়াও ক্রীড়া অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আলম, বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান, টাঙ্গাইলের ক্রীড়া কর্মকর্তা আল-আমীন, চৌহালী থানার ওসি হারুন অর রশিদ ও খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুত উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here