তীব্র দাবদাহের কারণে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কাউট জাম্বুরি থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্কাউট দল।
স্কাউট জাম্বুরি থেকে সরে গিয়ে মার্কিন স্কাউট দল দেশটির সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছে।
শুক্রবার ব্রিটিশ স্কাউট দল জানিয়েছে, তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার কারণে তারা ক্যাম্পসাইট থেকে নিজেদের চার হাজারের বেশি স্কাউট সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও খাবারের মান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পোকামাকড় নিয়েও অভিযোগ জানিয়েছে ব্রিটিশ স্কাউট দল। এই ঘটনার পরই শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক কর্তৃপক্ষকে ক্যাম্পসাইটে দ্রুত শীততাপ নিয়ন্ত্রিত বাস, রেফ্রিজারেটর ট্রাক সরবরাহের নির্দেশ দিয়েছেন। এছাড়াও সামরিক চিকিৎসক ও সেবিকাও পাঠাতে বলেছেন তিনি।
এছাড়া আন্তর্জাতিক স্কাউট আয়োজকরা নিরাপত্তাজনিত দক্ষিণ কোরিয়ার আয়োজকদের নির্ধারিত সময়ের আগেই এই আয়োজন শেষ করার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা