মৃত রুশ সেনাদের শরীরে ‘মাইন ফাঁদ’, নির্বিচারে মরছে ইউক্রেনীয় সেনারা

0

রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এরই মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে রুশ সেনাদের কবল থেকে কিছু কিছু জায়গা পুনরুদ্ধারও করেছেন ইউক্রেনীয় সেনারা। কিন্তু এসব ভূখণ্ড পুনরুদ্ধারের পরও নির্বিচারে প্রাণ হারাতে হচ্ছে তাদের। মাইন বিস্ফোরণে প্রাণ যাচ্ছে অনেক কিয়েভ সেনার। কারণ, মৃত রুশ সেনাদের মরদেহের সঙ্গে মাইন বেঁধে ফাঁদ পেতে রেখেছে রুশ বাহিনী।

সেই মৃতদেহ সরাতে গেলেই ঘটছে বিস্ফোরণ। তাই এসব মাইন অপসারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউক্রেন।

রুশ বাহিনীর পুঁতে রাখা এসব অ্যান্টি পার্সোনাল মাইনের কারণে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের। এছাড়া ক্ষতি হচ্ছে ট্যাংক সাঁজোয়া যানেরও।

ইউক্রেনীয় বাহিনীর সদস্য ভলোদিমির বলেন, নিজেদের আহত কিংবা নিহত সেনাদের শরীরের সঙ্গে এসব মাইন সেট করে রাখছে রুশ বাহিনী। কোনো কমান্ড পোস্ট ছেড়ে গেলেই তারা এমনটি করে। যাতে আহত সেনাকে চিকিৎসা দিতে কিংবা নিহত সেনার মরদেহ সরাতে গেলেই বিস্ফোরণ হয়। এসব বিস্ফোরক সরাতে গিয়ে প্রতিদিন গড়ে অন্তত একজন হতাহত হচ্ছে। সূত্র: রয়টার্স, ডেইলি মেইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here