‘বার্বি’র ছক ভেঙে নজর কাড়লেন নোরা ফাতেহি

0

সারা দুনিয়াতেই যেন ছড়িয়ে পড়েছে ‘বার্বি’ জ্বর। হলিউড থেকে শুরু হওয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন বলিউড নায়ক-নায়িকারাও। তাদের সোশ্যালে শুধুই গোলাপি পোশাকের ভীড়, সেই ছক ভাঙলেন ‘দিলবার’ খ্যাত নোরা ফাতেহি। গোলাপি নয়, নজর কাড়লেন নীলে।

এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত ‘হিপ হপ ইন্ডিয়া’ রিয়ালিটি শো’য়ের প্রমোশন নিয়ে। সেখান থেকে ভাইরাল তার বার্বি লুক। সোশ্যালে উত্তাপ বাড়িয়েছে তার এই লুক। ড্যাজলিং ব্লু টপ আর ডেনিম জিন্সেই নেটপাড়ার ঘুম কেড়েছেন নোরা। প্লানজিং নেকলাইন, অফশোল্ডার ড্যাজলিং নীল টপ সঙ্গে ইনসাইড– আউট ডিস্ট্রেস্ড জিন্স। সঙ্গে নীলাভ ফার–জ্যাকেট তার সাজে যোগ করেছে আলাদা মাত্রা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘তুমি কী ভাবছো আমি তোমার কথা ভাবছি?’ আর তাতেই ঘুম উড়েছে নেটপাড়ার। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’কে নিয়ে তৈরি হয়েছে হলিউড চলচ্চিত্র ‘বার্বি’। আইকনিক গল্পে নির্মিত ‘বার্বি’ সিনেমার পরিচালক অস্কার মনোনীত নির্মাতা গ্রেটা গেরউইগ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্গট রবি। মুক্তির আগে থেকে ‘বার্বি’ নিয়ে দর্শকের মনে ছিল প্রবল উন্মাদনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here